সন্ধ্যা ৬:৪৬, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







শরীয়তপুর জাজিরায় শতবর্ষী খাল ও হালট দখলের অভিযোগ

মো: জাবেদ শেখ শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের উত্তর কেবল নগর মৌজা এলাকার ফসলি জমিতে পানি সেচ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের শতবর্ষীয় খাল ও হালট দখলের অভিযোগ উঠেছে এলাকার কতিপয় প্রভাবশালীদের বিরুদ্ধে।

এলাকাবাসীর অভিযোগ, প্রায় শতবর্ষীয় ২টি খাল প্রভাবশালী স্বপন কাজী ও মনির বেপারীসহ বেশ কয়েকজন দখল করে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। জমিতে থাকা ধান-পাট সহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। খাল ২টিতে বেশ কয়েক জায়গায় বাধ দেয়ার কারণে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার।

বাংলাদেশ সরকারের পক্ষে শরীয়তপুর জেলা প্রশাসকের বিআরএস রেকর্ড খতিয়ানের তথ্য মতে ২৬৬৮ নং দাগের, উত্তর কেবল নগর মৌজার ৭০ শতক জায়গাটি সরকারি হালট হিসেবে উল্লেখিত। উক্ত হালটের নকশা ও ম্যাপ অনুযায়ী বেসরকারি সার্ভেয়ারের মতে হালটটির গড় প্রস্থ প্রায় ৩৩ ফুট। কিন্তু সরেজমিনে দেখা যায় হালটটি মাত্র ১০ ফুট প্রস্থ।

শতবর্ষীয় খাল ও হালট’টি কতিপয় প্রভাবশালীরা দখল করে নিচ্ছে, স্থানীয়দের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি সরেজমিনে দেখার জন্য গেলে, অভিযুক্ত প্রভাবশালী দখলদার স্বপন কাজীর রোষানলে পড়ে সাংবাদিকরা। তিনি সাংবাদিকদের গালিগালাজসহ দেখে নেয়ার হুমকি প্রদান করে এবং সরকারি জায়গা দখল করেনি বলে জানান।

অপর অভিযুক্ত মনির বেপারীর বক্তব্যর জন্য বারবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেনি।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুর রহিম (৭০) কাজী সোবহান (৮০) আলী মিয়া ঢালী (৭৫), সহ এলাকার প্রবীণ অনেকেই জানান, আমরা ছোট থেকেই এখানে খালটি দেখে আসছি। এখান দিয়ে বড় বড় নৌকা যাতায়াত করতো। ফসলি জমিতে পানির ব্যবস্থাসহ পানি নিষ্কাশনের ব্যবস্থা হতো। খালটির জায়গায় বাধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় কৃষকদের অনেক ক্ষতি হচ্ছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকার জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য খালটি দখলমুক্ত করে পুনরুদ্ধারসহ হালটটির সঠিক মাপ নির্ণয়ের দাবি জানাচ্ছি।

জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেনু দাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান ভূঁইয়া বলেন, আমাদের সার্ভেয়ার সংকট। খুব দ্রুত সার্ভেয়ারসহ সরেজমিনে মাপ দেয়া হবে। যদি সরকারি হালট বা খাল কোন ব্যক্তি দখল করে থাকে তাহলে দখলমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।