বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনা ভ্যাকসিনের ৭৫ শতাংশই যাচ্ছে ১০টি ধনী দেশে। এখনও টিকার আওতার বাইরে রয়েছে ১৩০ দেশের প্রায় ২৫০ কোটি মানুষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনেভা সদর দফতরে নিয়মিত ব্রিফিংয়ে শুক্রবার মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রিয়াসিস জানান, বর্তমানে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যার চেয়ে টিকা নেওয়া মানুষের সংখ্যা বেড়ে গেছেI তিনি বলেন, ‘অল্প সময়ে এটা বিরাট সাফল্য, একদিক থেকে দেখলে অবশ্যই আনন্দের খবর। তবে প্রায় ১৩০টি দেশের প্রায় ২৫০ কোটি মানুষের মধ্যে এখনও একজনকেও ভ্যাকসিনের আওতায় আনা যায়নি।’