দুপুর ১২:০৬, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ







করোনা ও উপসর্গ নিয়ে ৩৭ জেলায় ১৭০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৩৭ জেলায় ১৭০ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ৪৭ জন মারা গেছেন। এদের মধ্যে চট্টগ্রামের ১৩, কুমিল্লার ১৬ এবং ব্রাহ্মণবাড়িয়া, চাদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে ১৮ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহী বিভাগে মারা গেছেন ১১ জন। এদের মধ্যে রাজশাহীর ৫, নাটোর ও পাবনায় ২ জন করে, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় একজন করে রয়েছেন।

এদিকে, খুলনা বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৪ জন। এদের মধ্যে কুষ্টিয়ায় ১০, যশোরে ৫, খুলনায় ৩, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় ৬ জন রয়েছেন।

ময়মনসিংহ বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ময়মনসিংহের ১৪, নেত্রকোনার ৩ এবং শেরপুরের একজন। সিলেট বিভাগে করোনায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১৫ জন সিলেট এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারের দুজন রয়েছেন।

বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বরিশালের ১৬, পটুয়াখালী ও বরগুনায় ২ জন করে এবং ভোলাতে একজন রয়েছেন।

অন্যদিকে রংপুর বিভাগে করোনায় মারা গেছেন ১৯ জন। এদের মধ্যে রংপুরের ৫, ঠাকুরগাওয়ে ৪, নীলফামারী ও দিনাজপুরে ৩ জন করে এবং গাইবান্ধা, পঞ্চগড় ও কুড়িগ্রামের ৪ জন রয়েছেন। এছাড়া ফরিদপুরে মারা গেছেন ১৪ জন।