রাত ৯:৫৭, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ







নওগাঁয় শেষ হলো সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

বিকাশ চন্দ্র প্রাং, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ৩ দিনব‍্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। মঙ্গলবার বিকেলে নওগাঁ টেকনিক‍্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) সভা কক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার সমাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ সভাপ্রধান হিসেবে অনুষ্ঠানে ভার্চুয়ালী যোগদেন। জেলা প্রশাসক হারুন-অর-রশীদ প্রধান অতিথি হিসেবে ৩৫জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কেএম মামুন খাঁন চিশতী, জেলা তথ্য অফিসার আবু সালেহ মো. মাহমুদুল ইসলাম, পিআইবির সমন্বয়ক পারভিন সুলতানা রাব্বী, প্রশিক্ষক জুলফিকার আলী মানিক, জেলা প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনি, সম্পাদক মীর মোশাররফ হোসেন জুয়েল প্রমুখ।