সকাল ১১:২৬, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ







প্রবাসে সেদিনের ভয়াবহ দুঃসংবাদ

ছেচল্লিশ বছর আগে ১৯৭৫ সালের ১৫ আগস্ট, শুক্রবার। ধানমন্ডির বাড়িতে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির জনকের মৃত্যুতে স্তম্ভিত পুরো জাতি। জনকের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা তখন প্রবাসে, ফলে সেদিনের ঘটনায় এই দু’জনই কেবল প্রাণে বাঁচেন।

প্রবাসে সেদিনের ভয়াবহ দুঃসংবাদে জাতির পিতার কন্যাদের চোখের সামনেও মুহূর্তেই বদলে গেল দৃশ্যপট। এরই কিছু সময়ের মধ্যে বেতার সম্প্রচারের মাধ্যমে খবরটা ছড়িয়ে পড়ে গোটা দুনিয়া। ততক্ষণে বিস্মিত বিশ্ব। ওইদিন ১৪ আগস্ট রাতে ওয়াজেদ মিয়া, শেখ হাসিনা, শেখ রেহেনা, শিশু জয় ও পুতুল অতিথি হিসেবে ছিলেন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে রাষ্ট্রদূত সানাউল হকের বাসভবনে।

জার্মানির বন থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী টেলিফোনে জরুরী কথা বলতে চান পরমানু বিজ্ঞানী ড: এম. এ. ওয়াজেদ মিয়ার সঙ্গে। পরক্ষণেই ফোনের ওপাশ থেকে পৌঁছাল এক দুঃসংবাদ- বঙ্গবন্ধু আর নেই। পরিবারের বাকি সদস্যদের ভাগ্যে কী ঘটেছে, তা তখনো অস্পষ্ট। শেখ হাসিনাকে তখন ভীষণ চিন্তিত এবং উৎকণ্ঠিত দেখাচ্ছিল। বঙ্গবন্ধু নেই—এ খবর অবশ্য শেখ হাসিনা ও শেখ রেহানাকে তখনও জানানো হয়নি।

পঁচাত্তরের ১৫’ই আগস্ট শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিয়ে ড: ওয়াজেদ মিয়ার ব্রাসেলস থেকে প্যারিস যাওয়ার কথা ছিল। কিন্তু টেলিফোনে কথা বলার পর ওয়াজেদ মিয়ার কাছে শেখ হাসিনা অশ্রুজড়িত কণ্ঠে জানতে চান রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরীর সঙ্গে তাঁর কী কথা হয়েছে। শেখ রেহানাও কাঁদছিলেন তখন। তাদের কান্নায় ছেলে মেয়েদেরও ঘুম ভেঙ্গে যায়। এরপর দুইবোনই ক্রন্দনরত অবস্থায় আবারও ওয়াজেদ মিয়ার কাছে জানতে চান নিশ্চয় কোনো দুঃসংবাদ আছে আর কেনো প্যারিস যাত্রা বাতিল করা হল। এরপর হুমায়ুন রশীদ চৌধুরীর বনের বাসভবনের উদ্দ্যেশে যাত্রা শুরু তার আগে পার হইতে হলো সীমান্ত।

৯৫ কিলোমিটার সীমান্ত শহর পাড়ি দিয়ে বেলা সাড়ে চারটা নাগাদ বনে এসে পৌছান শেখ হাসিনারা। সকাল সড়ে দশটার দিকে ভ্রমণ শুরু করেছিলেন তারা। সেদিন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড: কামাল হোসেন যুগোশ্লাভিয়া সফর শেষে বাংলাদেশে ফেরার পথে ফ্রাঙ্কফুর্টে যাত্রাবিরতি করেন এবং পরে রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরীর বাসভবনে ওঠেন। এসময় কান্নারত শেখ হাসিনা কামাল হোসেনকে দেখে তাঁকে জড়িয়ে ধরে বলেন, ‘চাচা, কী হয়ে গেল! এরপর ড: কামাল হোসেন ও হুমায়ুন রশিদ চৌধুরী- কান্নায় ভেঙ্গে পড়া শেখ হাসিনা ও শেখ রেহানাকে শ্বান্তনা দিতে থাকেন। এই সময় শেখ হাসিনার দুই ছেলেমেয়ে জয় আর পুতুলও কাঁদতে থাকে।

এরই কিছুক্ষণ পর হুমায়ুন রশিদ চৌধুরীকে ঘরের বাইরে নিয়ে ওয়াজেদ মিয়া ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চান হুমায়ুন রশিদ চৌধুরীর কাছে। শেখ হাসিনা এবং শেখ রেহানাকে কোন কিছু জানানো হবে না, এই শর্তে রশিদ চৌধুরী ওয়াজেদ মিয়াকে বলেন, বিবিসির এক ভাষ্যানুসারে রাসেল ও বেগম মুজিব ছাড়া আর কেউ বেঁচে নেই এবং ঢাকাস্থ ব্রিটিশ মিশন কর্তৃক প্রচারিত এক বিবরণীতে বলা হয়েছে যে, বঙ্গবন্ধুর পরিবারের কেউ বেঁচে নেই।

পরে ড: কামাল হোসেন, রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী এবং ওয়াজেদ মিয়া সবাই বিবিসি, ভয়েস অব আমেরিকা এবং বিভিন্ন মাধ্যম থেকে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করেন।

এই মর্মস্পর্শী দৃশ্য দেখে উপস্থিত সবার চোখে জল আসে। হুমায়ুন রশীদ চৌধুরীর স্ত্রী মাহজাবিন চৌধুরী ও তারিক এ করিমের স্ত্রী নাগমা করিম শেখ হাসিনা ও শেখ রেহানাকে ধরাধরি করে বাড়ির ভেতরে নিয়ে যান। তারিক এ করিম এবং আমজাদুল হকও তখন সেখানে উপস্থিত ছিলেন। তাঁরাও কান্নারত শেখ হাসিনা ও শেখ রেহানাকে দেখে বিমর্ষ হয়ে পড়েন।