সকাল ৯:৩৩, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







বিএনপি নেতা মসিউর রহমান মারা গেছেন

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত। এর আগে একই দিন দুপুর ১২টা ৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

এ বিষয়ে ডা. জাকির হোসেন জানান, মঙ্গলবার মশিউর রহমানকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।