রাত ৪:৪৫, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







বাংলাদেশ ব্যাংকের পরীক্ষার সূচি প্রকাশ

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। উক্ত পদের জন্য প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের নিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৬৭১ জন।

গত ২৮ অক্টোবর রাজধানীর ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী পরিচালক পদে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩৪ হাজার ৩৬৫। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (জেনারেল) পদে এবার ২২৫ জনকে নিয়োগ দেওয়া হবে।