সকাল ১০:৩৮, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







হাদিসুরের মরদেহ রোমানিয়ায় পাঠানো হচ্ছে

গত ২ মার্চ রাত ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজটি রকেট হামলার শিকার হয়ে থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন। তার মরদেহ আজ ইউক্রেন থেকে রোমানিয়া পাঠানো হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১০ মার্চ) ভোরে মরদেহ ইউক্রেন থেকে মলদোভা সীমান্তের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে। সেখানে পৌঁছানোর পর নেওয়া হবে রোমানিয়ার বুখারেস্টে। এরপর মরদেহ আনা হবে দেশে।

এর আগে বুধবার (৯ মার্চ) রাতে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন বিএমএমওএ সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন বলেন, “অফিসিয়াল লোকজন না থাকায় হাদিসুরের মরদেহ ইউক্রেন থেকে রোমানিয়ায় নিয়ে যাওয়ার বিষয়টি বিলম্বিত হয়। বুধবার (৯ মার্চ) যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে।”

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়ে বাংলার সমৃদ্ধি। ২ মার্চ রাত ৯টা ২৫ মিনিটে জাহাজটি রকেট হামলার শিকার হয়। হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান নিহত হন। ইউক্রেনের অলভিয়া বন্দর চ্যানেলে নোঙর করা জাহাজটিতে ২৯ জন বাংলাদেশি নাবিক ছিলেন। এরপর হাদিসুরের মরদেহ ও বেঁচে যাওয়া ২৮ নাবিককে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করা হয়।