রাত ১১:৪৬, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







বান্দরবানে অস্ত্রের মুখে দুই যুবকে অপহরণ

অসীম রায়, বান্দরবান: আজ শুক্রবার ১০ ই জুন বিকেলে বান্দরবান সদর থানাধীন রাজভিলা ইউনিয়নের তঞ্চগ্যা পাড়ায় এ ঘটনা ঘটে।

অপহৃত দুই যুবকের একজন হলেন খোকা তঞ্চগ্যা (৩৫)। তিনি রাজভিলা ইউনিয়নের তঞ্চগ্যা পাড়ার বীরমোহন তঞ্চঙ্গ্যার ছেলে। অন্যজন তঞ্চঙ্গ্যা পাড়ার দোকানদার জীবন চাকমা সুমন (৪০)।

স্থানীয়রা জানায়, বেলা তিনটার সময় ত্রিহুইল মহেন্দ্রা গাড়িতে করে ৪ জন সশস্ত্র সন্ত্রাসী এসে জীবন চাকমার দোকান থেকে মারধর করে খোকা ও জীবনকে গাড়িতে তুলে নিয়ে যায়। কেন বা কী কারণে তাদের অপহরণ করা হয়েছে তা সঠিক জানা যায়নি।

রাজভিলা ইউনিয়ন চেয়ারম্যান ক্য অং প্রু মার্মা জানান, রাজভিলার তঞ্চঙ্গ্যা পাড়ার দোকান থেকে সশস্ত্র ৩ থেকে ৪ জনের একটি পাহাড়ি সন্ত্রাসী দল অস্ত্রের মুখে খোকা তঞ্চঙ্গ্যা ও জীবন চাকমা নামে দুই জনকে অপহরণ করে নিয়ে গেছে মর্মে পাড়া বাসীরা জানিয়েছে।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, রাজভিলায় দুজনকে অপহরণের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অশোক কুমার পাল জানান ঘটনাটি শুনেছি। এখনও কেউ অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।