রাত ১০:৫৭, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ







দেশের জন্য সংস্কৃতির বিকাশ জরুরি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। সংরক্ষণ করতে হবে লোকজ সংস্কৃতি। কেউ কেউ ধর্মের সঙ্গে সংস্কৃতির সংঘাত সৃষ্টি করতে চায়। যা উচিৎ নয়। বিটিভি

তিনি বলেন, মনে রাখতে হবে ধর্ম যার যার উৎসব সবার। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সংস্কৃতি চর্চায় গুরুত্ব দিতে হবে।

বুধবার সকাল ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি নবনির্মিত আটটি জেলা শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

নবনির্মিত আটটি জেলা শিল্পকলা একাডেমি ভবন গুলোর মধ্যে রয়েছে- কুষ্টিয়া, খুলনা, জামালপুর নারায়নগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার এবং রংপুর।