সকাল ৯:০৮, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







এনগেজমেন্ট নিয়ে জল্পনা তুঙ্গে, মুখ খুললেন সোনাক্ষী

আংটি বদল করেছেন সোনাক্ষী সিনহা, পাত্রটি কে? এই নিয়েই সরগরম হয়ে ওঠে নেটদুনিয়া। সোনাক্ষী নিজেই লেখেন যে, তাঁর জন্য এটা বিশেষ দিন। তাঁর স্বপ্ন সত্যি হল।  সেখান থেকেই শুরু হয়েছিল জল্পনা। শুভেচ্ছায় ভরে ওঠে সোনাক্ষীর সোশ্যাল মিডিয়া প্রোফাইল।

তবে সেই জল্পনায় জল ঢেলে দিলেন নায়িকা নিজেই। বুধবার সন্ধেতে তিনি লেখেন, ‘আপনাদের অনেক টিজ করেছি। অনেক হিন্ট দিয়েছিলাম, একটাও মিথ্যে কথা বলিনি।’

বিশেষ দিন বলেছিলাম কারণ ঐ দিন আমি লঞ্চ করলাম আমার নতুন ব্র্যান্ড soezi, অসাধারণ সুন্দর নখের ওয়ান স্টপ শপ। স্বপ্নপূরণ হয়েছে কারণ এই প্রথম আমি বানিজ্য দুনিয়ায়।’ নতুন সংস্থাই তাঁর নতুন প্রেম বলে জানিয়ে দিলেন সোনাক্ষী সিনহা।