সকাল ৯:৫৬, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







নৃশংস হত্যাকাণ্ডের দিন ১৫ ই আগস্ট

পানকৌড়িনিউজ : বাঙ্গালি জাতির ইতিহাসে জঘন্যতম ও নৃশংস হত্যাকাণ্ডের একটি দিন ১৫ আগস্ট। অনেক হারানোর বেদনা নিয়ে হাজির হয় আগস্ট। বেদনা-বিধুর ও বিভীষিকাময় মাসটি বাঙালি জাতির জন্য একটি দুর্ভাগ্যজনক অধ্যায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট।

আগস্ট মাস এলেই বাঙালির হৃদয়ে বেঁজে উঠে বরেণ্য গীতিকবি হাসান মতিউর রহমানের লেখা গানটি।

যদি রাত পোহালে শোনা যেত,

বঙ্গবন্ধু মরে নাই।

যদি রাজপথে আবার মিছিল হতো,

বঙ্গবন্ধুর মুক্তি চাই।

তবে বিশ্ব পেত এক মহান নেতা,

আমরা পেতাম ফিরে জাতির পিতা।

আসলে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একইসূত্রে গাঁথা। যতদিন এই দেশ থাকবে, ততদিন থাকবেন বঙ্গবন্ধু। ৪৮, ৫২,৬২,৬৯,৭১ এ বঙ্গবন্ধু যে অবদান রেখেছিলেন তা নিতান্তই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনে সুবিশাল ভূমিকা রেখেছিলো। আর সে কারণেই বাঙালি কবি ও প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায়ের কথাগুলো বলতে হয়-

যতকাল রবে পদ্মা যমুনা গৌরি মেঘনা বহমান

ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।

বাংলাদেশের কথা ভাবলেই যার কথা সবার আগে হৃদয়ে স্থান পায় তিনি হলেন বাংলাদেশ ও বাঙালি জাতীয়তাবাদের স্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  যার জন্ম না হলে হয়তো আমরা এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেতাম না।  শত্রুর কারাগারে বন্দি থাকা সত্ত্বেও যুদ্ধের ৯ মাসে তার নামেই স্বাধীনতাযুদ্ধ পরিচালিত হয়েছে এবং তার নামেই মুক্তিযোদ্ধারা হাসতে হাসতে জীবনদান করেছেন।

তিনি শুধু বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও রূপকার নন তিনি বাঙালি জাতির গৌরব এবং অহংকার। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে যে বাংলাদেশকে নিয়ে আমরা আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছি তার পেছনে যার অবদান সবচেয়ে বেশি ছিলো তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৯৭৫ সালের ১৫ আগস্ট শুক্রবার। রাতের অন্ধকার শেষে সবেমাত্র ভোর আসতে শুরু করেছে। ফজরের আজানও হচ্ছিলো চারিদিকে। সেই কালো রাতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর সেই ৬৭৭ নম্বর বাড়ির গেটে ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ড ঘটাবার লক্ষ্য নিয়ে এগিয়ে এলো ক্ষমতালোভী কিছু পাষণ্ড, বর্বর, অসভ্য, জানোয়ার ঘাতকদের দল।

সেই কালরাতে ঘাতকের হাতে নিহত হন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, এসবি অফিসার সিদ্দিকুর রহমান, কর্ণেল জামিল, সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হক, প্রায় একই সময়ে ঘাতকরা বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মণির বাসায় হামলা চালিয়ে শেখ ফজলুল হক মণি, তাঁর অন্ত:সত্তা স্ত্রী আরজু মণি, বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াতের বাসায় হামলা করে সেরনিয়াবাত ও তার কন্যা বেবী, পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, আবদুর রব সেরনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং এক আত্মীয় বেন্টু খান।বিভীষিকাময় ১৫ আগস্ট আজ Daily Sangbad Chorcha

১৫ আগস্ট হত্যাকাণ্ডে কোনো সদস্য কে বাঁচিয়ে রাখেনি ঘাতকরা। নিষ্ঠুর ভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পুরো পরিবারের উপর। সেই সময় দেশের বাইরে থাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহেনা এবং শেখ হাসিনা বেঁচে যান।

প্রত্যক্ষদর্শীদের বয়ানে সেই কলঙ্কিত কালরাতের বর্ণনা জানা যায়, ঘাতকদের উদ্দেশে বঙ্গবন্ধু বলেছিলেন, “তোরা কী চাস? কোথায় নিয়ে যাবি আমাকে?” বঙ্গবন্ধুর ব্যক্তিত্বের কাছে সেদিন ঘাবড়ে যান ঘাতকরা । বঙ্গবন্ধু বলেন, “তোরা আমাকে কোথায় নিয়ে যাবি, কী করবি- বেয়াদবি করছিস কেন?” এসময় নিচতলা ও দোতলায় সিঁড়ির মাঝামাঝি আসতেই গর্জে ওঠে ঘাতকের হাতের স্টেনগান। আঠারটি গুলি ঝাঁজরা করে বঙ্গবন্ধুর বুক ও পেট। বিশালদেহী মানুষটি ধপাস করে পড়ে যান সিঁড়ির ওপর। তার বুকের রক্তে সারা সিঁড়ি ভেসে যায়। সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে সেই রক্তের স্রোত। মায়ের কাছে নেওয়ার কথা বলে অবুজ শিশু শেখ রাসেলকে হত্যা করে ঘাতকরা।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাঙালি জাতির জীবনে নেমে আসে এক অন্ধকার অধ্যায়। বাংলার ইতিহাসে এরকম নির্মম হত্যাকাণ্ড কখনও হয়নি হয়ত হবেও না। ব্যক্তিকে হত্যা করা যায় কিন্তু কখনও তার আদর্শকে হত্যা করা যায় না। তাঁর দর্শন, নীতি ও আদর্শ মানুষের মনে রয়ে যায় যুগের পর যুগ। বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করতে পারলেও আদর্শের মুজিবকে হত্যা করতে পারেনি ঘাতকেরা। তিনি চিরঞ্জীব। যতদিন এ রাষ্ট্র থাকবে, ততদিনই প্রতিটি বাঙ্গালির হৃদয়ে অমর হয়ে থাকবেন তিনি।

তাইতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবি রবীন্দ্র গোপ তাঁর ‘এক মুজিবের রক্ত থেকে’নামক কবিতায় বলেন, সোনার বাংলা গড়তে হবে লক্ষ মুজিব জাগো/ এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম নেবে/ এবার দেখো মাগো। অপ্রতিরোধ্য অকুতোভয় বীরের কাছে হাজারো বছর নত/ হয়না তুলনা এমনযে আর বঙ্গবন্ধু মুজিবের মত/ শ্রেষ্ঠ তিনি বাংলার শুধু নয় শ্রেষ্ঠ তিনি বিশ্বের/ রক্ত দিয়ে জানিয়ে গেলেন, ছিলেন তিনি নিঃস্বের।”আজ '১৫ আগস্ট জাতীয় শোক দিবস"ইতিহাসের বর্বরোচিত হত্যাকান্ডের দিন -  সময়নিউজ২৪.কম

১৫ আগস্টের ভোররাতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে হারানোর ক্ষতি আজীবন এ জাতিকে বহন করতে হবে। বঙ্গবন্ধুর শূণ্যস্থান কখনও পূরণ হবার নয়। বাঙ্গালির কাছে মুজিব মানে এক মৃত্যুঞ্জয়ী বীরের নাম। মাত্র ৫৫ বছরের জীবনে তিনি গভীর ভালবাসার বন্ধনে বেঁধেছিলেন এ দেশের মাটি আর মানুষকে। যে বন্ধন কোনদিন ছিন্ন হওয়ার নয়।

যে ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারা জানত বঙ্গবন্ধু পারেনা এমন কোন কাজ বাংলায় নেই। সুতরাং তাকে হত্যা করতে পারলে বাংলাদেশ অচল হয়ে পড়বে। চিরতরে মুছে যাবে জাতির পিতা বঙ্গবন্ধুর নামটি। কিন্তু হত্যার পর বঙ্গবন্ধু আরও বেশি করে বাঙালির হৃদয়ে স্থান পায়।

রক্তের কালিতে লেখা সেই আগস্ট বছর ঘুরে বার বার ফিরে আসে। বাঙালি তাকে সারাজীবন কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধাভরে স্মরণ করে যাবে। শহীদ বঙ্গবন্ধু মরেও অমর। তিনি আজীবন তার কর্ম মাধ্যমে বেঁচে থাকবেন সকলের হৃদয়ে। আজ শোকের এই দিনে জাতির পিতা ও তাঁর পরিবার-পরিজনদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।