রাত ১২:৪৬, ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







কেন্দুয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোণা): নেত্রকোণার কেন্দুয়ায় নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা আ’লীগ, পৌরসভাসহ বিভিন্ন দপ্তর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক শোক র‌্যালী বের হয়। র‌্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু’র ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শোক র‌্যালীতে এসময় অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউএনও মাহমুদা বেগম, উপজেলা আ’লীগ সভাপতি এড. আব্দুল কাদির ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, বীর মুক্তিযোদ্ধা মো.বজলুর রহমান, গোলাম জিলানীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভাগীয় কর্মকর্তাগণ।

দিবসটি উপলক্ষে উপজেলা আ’লীগের উদ্যোগেও দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোক র‌্যালী বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু’র ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা করেন।

এসময় উপজেলা আ’লীগ সভাপতি এড. আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: আসাদুল হক ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান ভূঁইয়া প্রমুখ আলোচনা করেন।

র‌্যালীতে উপজেলা আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। আবার দুপুরের দিকে কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব ভবনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর আগে ভোরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ।