রাত ১২:১২, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







২৪ ঘন্টায় বিশ্বে করোনায় আক্রান্ত বেড়েছে

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৬৫ জন। এ সময় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৮ হাজার ২৮২ জন।

আজ বুধবার (১৮ মে) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৯০ জন। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৯২ হাজার ৪৩৭ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৫১০ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৫৯১ জন এবং মৃত্যু হয়েছে ১৭৬ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৯৫ জন এবং শনাক্ত হয়েছেন ৭৫ হাজার ২৬৯ জন। ইতালিতে আক্রান্ত ৪৪ হাজার ৪৮৯ জন এবং মৃত ১৪৮ জন। রাশিয়ায় আক্রান্ত ৪ হাজার ১২২ জন এবং মৃত্যু ১১০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৩৫ হাজার ৭২ জন এবং মৃত্যু ২৭ জন। ফ্রান্সে মৃত ৯০ জন এবং আক্রান্ত ৪৩ হাজার ৭২৭ জন। ব্রাজিলে মৃত ২২১ জন এবং আক্রান্ত ২৬ হাজার ৩৮৬ জন। অস্ট্রেলিয়ায় মৃত ৬৫ জন এবং আক্রান্ত ৬৭ হাজার ৬৫০ জন।