সকাল ১০:৫৫, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাকসুদুর রহমান (৪০) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছে। গত রবিবার (১৯ জুন) সকালে সৌদির নাজরান শহরে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত মাকসুদুর রহমানের বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরফলকন অঞ্চলের সামছুদ্দিনের ছেলে। উক্ত দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৫ বাংলাদেশি নাগরিক ।

জানা যায়, মাকসুদ রহমানসহ সহকর্মীদের নিয়ে ট্যাক্সিক্যাবযোগে কাজের গন্তব্যে যাচ্ছিলেন, নাজরান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামীর মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাকসুদুর রহমানের মৃত্যু হয়। সাথে থাকা তার অন্যান্য সহকর্মীরা মারাত্মক আহত হয়। পরে পুলিশ এসে মাকসুদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠান এবং আহতদের হাসপাতালে ভর্তি করেন। – AmaderShomoy.com