সন্ধ্যা ৭:৩৭, ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







শার্শার নিজামপুরে আ.লীগের উদ্যোগে ইফতার মাহফিল

জয়নাল আবেদীন,বেনাপোল: যশোরের শার্শার নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রুবার (২২শে এপ্রিল)বিকালে গোড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ৮৫ যশোর-১ শার্শার সংসদ সদস্য আফিল উদ্দীন এমপি।

নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন তরফদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল,ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের  সহ-সভাপতি তবিবর রহমান বুলবুল,বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন,উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, শার্শা উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সর্দার,নিজামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন খান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব।

এছাড়াও নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।