রাত ১১:৩৯, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







কলাপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

মোঃ ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় বাবার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। বুধবার রাত ১২ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউপির আমিরাবাদ গ্রামে নিজ বাড়ির একটি করমজা গাছে দড়ি দিয়ে গলায় ফাঁস নেয় যুবক।

বৃহস্পতিবার সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মৃত জাকির হোসেন ওই গ্রামের হাবীব সন্যমতের ছেলে।
জানা যায়, জাকির পেশায় একজন মোটরসাইকেল চালক। গত দুদিন আগে একটি অটোরিকশার সঙ্গে সড়কে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় সালিশে জাকিরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এতে জাকিরের বাবা ওই যুবককে গালমন্দ করেন। পরে রাতে অভিমান করে বাড়ি থেকে বেড়িয়ে গেলে সকালে গাছে ঝুলন্ত অবস্থায় জাকিরকে দেখতে পায় পরিবারের সদস্যরা।

স্থানীয়রা জানান, মাত্র তিনদিন আগে সিজারিয়ানের মাধ্যমে জাকিরের স্ত্রী একটি পুত্র সন্তান জন্ম দেন। জাকির দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় বেশ আর্থিক সঙ্কটে ভুগছিলেন বলে জানান স্থানীয়রা।

কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, পারিবারিক অস্বচ্ছলতার কারণে ঐ যুবকটি আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।