দুপুর ১২:০৫, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ







যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় বিচার বিভাগের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বিকাশ চন্দ্র প্রাং, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁ বিচার বিভাগের আয়োজনে শনিবার নওগাঁ জেলা জজ আদালত সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এ.কে.এম শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারি জজ আফছান ইলাহী ও আশিকুর রহমানের সঞ্চলনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম মিঞা।

এছাড়াও বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিজ্ঞ বিচারক হায়দার আলী খন্দকার, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি খোদাদাদ খাঁন পিটু। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজদ্বয়, বিজ্ঞ জিপি, পিপি, নওগাঁ জেলায় কর্মরত সকল বিচার বিভাগীয় কর্মকর্তা ও সকল স্তরের বিচার বিভাগীয় কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ দেশের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সেমিনারে জেলা ও দায়রা জজ এ.কে.এম শহীদুল ইসলাম বলেন বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুতায় বাঁধা। তিনি এমন একজন রাজনৈতিক কবি যার উচ্চারিত প্রতিটি কথা সবার অন্তরের কথা। তার অপ্রতিদ্বন্দ্বি নেতৃত্ব, প্রজ্ঞা, দুরদর্শিতা, দর্শন, দৃঢ়তা, প্রতিবাদী ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতার অনবদ্য উজ্বাস চির ভাস্কর দৃষ্ঠান্তর। বাংলাদেশ স্বাধীন না হলে আজ আমরা যারা এখানে উপস্থিত তারা পদ-পদবী ধারন করতে পারতাম না। আমি জজ হতে পারতাম না। স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর নেতৃত্বের ও তার ত্যাগের তুলনা নেই। আমরা তার অবদান পরিশোধ করতে পারবো না।