রাত ১২:০৯, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







ঈদ কবে, জানা যাবে রোববার সন্ধ্যায়

পবিত্র ঈদুল ফিতর আগামী সোমবার না মঙ্গলবার উদযাপিত হবে, তা জানা যাবে আগামীকাল রোববার সন্ধ্যায়। ঈদের তারিখ নির্ধারণের লক্ষ্যে রোববার সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

রোববার সন্ধ্যায় ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক করবে কমিটি। বৈঠকের সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান। সভায় ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে।

শনিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।