দুপুর ১২:৪৬, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







তিন বিভাগে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা মে মাসে

সহকারী শিক্ষক পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন বিভাগের নিয়োগ পরীক্ষা আগামী মে মাসে অনুষ্ঠিত হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে সহকারী শিক্ষক পদে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে বাকি পাঁচ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আগামী কয়েক দিনের মধ্যে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে। জাতীয় দৈনিক পত্রিকা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, তিনভাগে সব বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ শেষে আগামী মে মাস থেকে পরীক্ষা নেওয়া শুরু হবে। প্রথম ধাপে প্রকাশিত রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের প্রার্থীদের পরীক্ষা মে মাসে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি।