বিকাল ৩:৫৮, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







স্মার্ট রাষ্ট্র গঠনে জাতিকে স্বপ্ন দেখাচ্ছে শেখ হাসিনা – পার্বত্য মন্ত্রী

অসীম রায়, বান্দরবান:  বান্দরবান পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মতবিনিময় করলেন।

৩রা অক্টোবর মঙ্গলবার দুপুরে বান্দরবান পুলিশ লাইন্স স্কুলের ২ কোটি টাকা ব্যায়ে ছাত্রছাত্রীদের হোস্টেল ভবন নির্মাণ, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী। পরে মন্ত্রী ছাত্র ছাত্রীদের সাথে মতবিনিময় শুভেচ্ছা সময় কাটিয়ে বলেন যে আগামী দিনের বিপ্লব স্মার্ট বাংলাদেশ গর্ব আমরা।

পুলিশ সুপার সৈকত শাহীন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন -ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি,পিএইচডি,বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবীবা মিরা, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ, পুলিশ সুপার মোঃ শাহ আলম, আইয়ুব আলী ফাহিম -লতা হারবাল লি: পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, প্রমখ।