সকাল ৬:৩৬, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







পেকুয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাবিকে হত্যার মূল আসামী গ্রেপ্তার 

পেকুয়া( কক্সবাজার) প্রতিনিধি  কক্সবাজারের পেকুয়ার রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়া এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাবি হত্যা মামলার প্রধান আসামী আলী আহমদ(৩৭) কে গ্রেপ্তার করছে পেকুয়া থানা পুলিশ।
রোববার ভোর ৫ টার দিকে কক্সবাজার জেলার রামু উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলী আহমদ উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়া এলাকার মৃত পেঠানের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, গত ২৫ মে  উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়া এলাকায় দেবর আলী আহমদের হাতুড়ির আঘাত মারা যায় ভাবি কহিনুর আক্তার।  এ ঘটনায় তাঁর ভাই নজরুল ইসলাম বাদী হয়ে পেকুয়া থানায় একটি হত্যা মামলা করেন। এতে আলী আহমদকে প্রধান আসামী ও তাঁর স্ত্রী হুমাইরা বেগমকে দুই নম্বর আসামী করা হয়। এ ঘটনার পর আসামীদের ধরতে পুলিশে মাঠে নামে। সর্বশেষ কক্সবাজার জেলার রামু উপজেলার তাঁর এক আত্মীয়ের বাসায় আসামী আলী আহমদের অবস্থানের খবর পেয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার ও মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে  অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)  মোহাম্মদ ওমর হায়দার  বলেন, পেকুয়ার রাজাখালীর দেবর কর্তৃক ভাবি হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। মামলার দুই নম্বর আসামী তাঁর স্ত্রী হুমাইরা বেগমকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে।