রাত ৮:০৭, ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







চাঁদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে কিশোরগঞ্জের এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) বাদী পক্ষের আইনজীবী এপিপি আতিকুল হক বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুল আমিন ওই ব্যক্তিকে গ্রেপ্তার (শোন এরেস্ট) দেখিয়ে আদেশ দেন। রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়।

আসামি পক্ষের আইনজীবী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জালাল উদ্দিন জানান, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) আবু সাঈদ চাঁদের জামিনের জন্য আবেদন করা হবে।

কিশোরগঞ্জের কারাধ্যক্ষ (জেলার) আসাদুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর করা মামলায় হাজিরা দিতে মো. আবু সাঈদ চাঁদকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়। সোমবার তাকে গ্রেপ্তার (শোন এরেস্ট) দেখিয়ে আদেশ দেন আদালত। পরে চাঁদকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়।