রাত ৯:৩৮, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ







ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু বেড়ে ৪,৩৭২

একের পর এক শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে গেছে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী এলাকা। সেখানে বেড়েই চলেছে লাশের সারি। এই ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৯০০ জনে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, শক্তিশালী ৭.৮ মাত্রার ওই ভূমিকম্পে রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজর ৮৯০ জনে।

এর মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার সকাল পৌনে ১০টা পর্যন্ত শুধু তুরস্কে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে, তিন হাজার ৩৮১ জনে। আহত হয়েছে ২০ হাজার ৪২৬ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা ওরহান তাতার এই তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়াও রিপোর্ট লেখা পর্যন্ত ভূমিকম্পে তুরস্কে ১১ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে, একই ঘটনায় প্রতিবেশী সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫০৯ জনে। দেশটিতে আহত হয়েছে তিন হাজার ৫৪৮ জন। সিরিয়ার সরকারি কর্মকর্তারা এবং বিরোধীরা এই তথ্য নিশ্চিত করেছেন।