রাত ১০:১৩, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ







বান্দরবানের দুর্গম পাহাড়ে র‌্যাবের সাথে কেএনএফ-এর বন্দুক যুদ্ধ: আটক ৫

অসীম রায় বান্দরবান: বান্দরবানের থানচি ও রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে র‌্যাবের সাথে পাহাড়ী শসস্ত্র সংগঠন কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট(কেএনএফ) ও নতুন জঙ্গী সংগঠন “জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সদস্যদের সাথে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার ভোর রাতে থেকে রুমা ও থানচি উপজেলা সীমান্তে রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে দোলিচাং পাড়া ও থামলো বম পাড়া মাঝ খানে গহীন অরন্যে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এসময় ৫ জনকে আটক করেছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়,রাঙ্গামাটির বিলাইছড়ির বথি পাড়া ও বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার মধ্যবর্তী স্থানে প্রথম পর্যায়ে কুকি-চীন কেএনএফ’-এর তত্ত্বাবধানে নবগঠিত জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রায় ৫২জন সদস্য শসস্ত্র প্রশিক্ষন শুরু করে। গত চার মাস ধরে রাঙ্গামাটির বিলাইছড়ি ও বান্দরবানের রোয়াংছড়ি, ও রুমা উপজেলার দুর্গম পাহাড়ে র‌্যাব জঙ্গী বিরোধী সাঁড়াশি অভিযানের ফলে কেএনএফ ও জঙ্গী সদস্যরা উক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

সাম্প্রতিক সময়ে রুমা উপজেলার রেমাক্রি-প্রাংশা ইউনিয়নের বিভিন্ন দুর্গম পাহাড়ে ‘কেএনএফ-এর তত্বাবধানে নবগঠিত জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া-এর নিউ রিক্রুটদের নিয়ে আবারো প্রশিক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে। এই তথ্যের ভিত্তিত্বে র‌্যাবের ৬টি দল চার পাশ থেকে ঘেরাও করে অভিযান চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনীময় হয় বলে জানায় র‌্যাব।

র‌্যাবের চলমান অভিযান পর্যবেক্ষন করতে মঙ্গলবার দুপুরে থানছি পরির্দশন করেছেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন।

এসময় তিনি সাংবাদিকদের জানান,গত চার মাসে জঙ্গী বিরোধী অভিযানে পাহাড়ী শসস্ত্র সংগঠন কেএনএফ-এর ১৪ জন এবং জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৩৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জঙ্গীদের র্নিমুল না করা পর্যন্ত র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

চলমান জঙ্গী বিরোধী অভিযানে র‌্যাব ৮০ভাগ সফল দাবী করে র‌্যাব প্রধান বলেন,সাম্প্রতিক সময়ে সেনা বাহিনীর উপর অর্তকিত গুলি চালিয়েছে এসব সন্ত্রাসীরা। জঙ্গী দমনে প্রধান শেখ হাসিনার জিরো ট্রলান্সে নীতি বজায় রেখে র‌্যাব কার্যক্রম চালিয়ে যাচ্ছে।