রাত ৯:৫৪, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ







পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে অন্তত ২১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে প্রদেশটির আপার কোহিস্তান জেলার শীতিয়াল এলাকায় কারাকোরাম হাইওয়েতে এ ঘটনা ঘটে।

গিলগিট-বাল্টিস্তানের দিয়ামের জেলার এসএসপি শের খান বলেন, ঘিজর থেকে রাওয়ালপিন্ডিগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, বাসে থাকা ১৬ জন যাত্রী এবং গাড়িতে থাকা পাঁচজন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাটি কোহিস্তানের আওতাভুক্ত এলাকায় ঘটেছে। তবে, দুর্ঘটনাস্থল নিকটবর্তী হওয়ার কারণে গিরগিট-বাল্টিস্তান পুলিশও উদ্ধার প্রচেষ্টায় অংশ নিয়েছে।

এসএসপি শের খান বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও গাড়িতে কতজন ছিলেন, ওই বিষয়ে তথ্য সংগ্রহ করছে পুলিশ। বর্তমানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালান হচ্ছে।