রাত ৯:২৭, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ







যুবলীগ নেতাকে পিটিয়ে লিজের নথি ছিনতাই

ভোলার তজুমদ্দিন উপজেলায় এক যুবলীগ নেতাকে পিটিয়ে সরকারি পুকুর লিজ নেওয়ার কাগজপত্রসহ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে তজুমদ্দিন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে তজুমদ্দিন উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যক্তির নাম মো. নুরনবী। তিনি উপজেলার শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোলকপুর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগীর অভিযোগ, আলাউদ্দিন ও ফারুকের নেতৃত্বে চার থেকে পাঁচজন সন্ত্রাসী তার ওপর হামলা চালিয়ে দরকারি কাগজপত্র, টাকা ও ফোন ছিনিয়ে নিয়েছে। তবে অভিযোগের বিষয়ে আলাউদ্দিন ও ফারুকের বক্তব্য পাওয়া যায়নি।