আমেরিকার হুঁশিয়ারি অগ্রাহ্য করে রাশিয়ায় পৌঁছলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
মঙ্গলবার জাপানি মিডিয়া এই তথ্য জানিয়েছে। ক্রেমলিন বলেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ব্যাপক আলোচনা হবে কিমের।
অন্যদিকে রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিল আমেরিকা। শুধু তাই নয়, নতুন নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বিদ্যমান নিষেধাজ্ঞাগুলো আরও আক্রমণাত্মকভাবে কার্যকর করার হুমকিও দিয়েছে যুক্তরাষ্ট্র।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং উন গত রবিবার তার ব্যক্তিগত ট্রেনে রাশিয়ার উদ্দেশ্যে পিয়ংইয়ং ত্যাগ করেন বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে। কিমের এই সফরে অস্ত্র শিল্প ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং পররাষ্ট্রমন্ত্রীও রয়েছেন।