সকাল ৬:৩৪, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







১৫ লাখ পরিবারে বছরে ৫০ হাজার টাকার স্বাস্থ্যসেবা

দেশের ছয় জেলার ১৫ লাখ পরিবার বছরে ৫০ হাজার টাকা সম মূল্যের ওষুধ ও স্বাস্থ্য সেবা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রী।

তিনি জানান, ইউনিভার্সেল হেলথ কাভারেজ প্রজেক্টর আওতায় এই সেবা দেওয়া হবে।

যে জেলাগুলোতে এই সেবা দেওয়া হবে সেগুলো হলো- মানিকগঞ্জ, বরিশাল, বরগুনা, লক্ষিপুর, কুড়িগ্রাম, ও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন।

এর আগে মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী এক অনুষ্ঠানে বলেছিলেন, দরিদ্র পরিবারগুলো এই সুবিধার আওতায় আসবে। প্রতি পরিবারকে একটি স্বাস্থ্যসেবার কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষায় প্রত্যেকেই বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ, যাতায়াত খরচ পাবে। নিজের পকেট থেকে মাত্র ৩৬ টাকা খরচ হবে। বাকি টাকা সরকার দেবে। প্রতি পরিবারের স্বাস্থ্যসেবায় বছরে ৫০ হাজার টাকা ব্যয় করবে সরকার। পর্যায় ক্রমে সারা দেশে এই সেবা চালু হবে।

এদিন স্বাস্থ্যমন্ত্রী জানান, সেপ্টেম্বর মাস থেকে মেয়েদের জরায়ু ক্যান্সরের ভ্যাকসিন দেওয়া  হবে। ১০ থেকে ১৫ বছরের শিশু, কিশোরীদের এই টিকা দেওয়া হবে।

তিনি জানান, বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী একবার এই ভ্যাকসিন নিলে আজীবন জরায়ুর ক্যানসার হবে না।

ডলার সঙ্কটে এলসি বন্ধ হওয়ায় জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম আমদানি বন্ধ হয়ে গেছে- জিএম কাদেরের এমন মন্তব্যের বিষয়ে মন্ত্রী বলেন, আমাদের হাসপাতালগুলোতে এ ধরনের সমস্যার কথা শুনিনি। স্টক আছে এবং প্রয়োজনীয় সবকিছুই পাচ্ছি। সরকার খুবই আন্তরিক।