সন্ধ্যা ৭:৩৩, ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৩৪

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৩৪ জন। এরমধ্যে ১২৫ জনই ঢাকার বাসিন্দা।

বুধবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ৪৮৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক শূন্য ৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪০ হাজার ৮১৫ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৫৩ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ৭ হাজার ৮৫ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।