রাত ৯:৩১, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ







জুনের মধ্যেই ৫ সিটিতে নির্বাচন

আগামী জুনের মধ্যেই পাঁচ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৫ মার্চ) সকালে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এপ্রিলের মাঝামাঝি সময়ে এসব সিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এ সময় আগামী সংসদ নির্বাচনে ৭০ থেকে ৮০ আসনে ইভিএমে ভোট নেওয়ার সক্ষমতা রয়েছে বলেও জানান ইসি সচিব।