রাত ১০:৪০, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ







যমুনা নদী সংকোচন প্রকল্প বাতিলের দাবি বিএনপির

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের যুমনা নদী সংকোচিত করবার একটি ভয়াবহ ক্ষতিকর প্রকল্প নিয়ে সোমবার (১৩ মার্চ) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় আলোচনা হয়েছে। সভা মনে করে, এই প্রকল্প বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি, জনগণের জীবিকা, জলবায়ুর মারাত্মক ক্ষতি করবে। এই ধরনের আত্মহননকারী সিদ্ধান্ত বাতিল করার দাবি দাবি জানাচ্ছি।

মঙ্গলবার (১৪ মার্চ) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতে গিয়ে বিএনপির মহাসচিব এই দাবি জানান।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি পানিসম্পদ মন্ত্রণালয় যমুনা নদীর তীর রক্ষা এবং ঝুঁকি প্রশমনে টেকসই অবকাঠামো শীর্ষক প্রকল্পটি পাঠায় পরিকল্পনা কমিশনে। এতে প্রস্তাব করা হয়েছে, যমুনা নদীর প্রশস্ততা প্রতি বছর বড় হয়ে যাচ্ছে, বর্ষায় তা ১৫ থেকে ২০ কিলোমিটারও হয়ে যায়। নদীর প্রশস্ততা সাড়ে ৬ কিলোমিটার সংকুচিত করা হবে। পানি উন্নয়ন বোর্ড এই প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্পের খরচ ধরা হয়ে ১ হাজার ১০৯ কোটি ৯৫ লাখ টাকা।

মির্জা ফাখরুল বলেন, সরকারের সমস্যাগুলো এই জায়গায় যে, যেগুলো প্রয়োজন সেখানে তাদের দৃষ্টি নেই। বুড়িগঙ্গা নদীর দুষণমুক্ত করার কোনো উদ্যোগ নেই, কোনো প্রকল্প নেই। শীতলক্ষ্যা নদীর দুষণমুক্ত করার কোনো উদ্যোগ নেই, কোনো প্রকল্প নেই। কোথায় যমুনা নদী একটা আবহামান কাল ধরে, হাজার বছর ধরে প্রবাহমান বিভিন্ন নদীর সব আবর্জনা নিয়ে গিয়ে তলিয়ে ফেলছে। পলি তৈরি করছে, সেই নদীকে সংকোচিত করতে চায় কার স্বার্থে? স্বার্থ একটাই। এক নম্বর এই যমুনা নদীকে অকোজো করে ফেলা ও দুই নম্বর হচ্ছে হাজার হাজার কোটি টাকা মেরে তাদের সম্পদ বৃদ্ধি করা। এই প্রকল্প অবিলম্বে বন্ধ করতে হবে। এ বিষয়ে জনগণকে পরিষ্কার ধারণা দিতে হবে।