রাত ১০:৫৭, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ







নিয়ামতপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা যায়। অবশ্য এ নিয়ে সংগঠনের অভ্যন্তরে নানামুখী আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্রের ৩৪(গ) ধারা মোতাবেক সংগঠনের স্বার্থের পরিপন্থি কার্যকলাপে অংশগ্রহণ করা এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিয়ামতপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়। একই সাথে নিয়ামতপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে কেন সংগঠন থেকে স্থায়িভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে আগামী সাত কার্যদিবসের মধ্যে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত ভাবে জবাব দেওয়ার জন্য নিদের্শ প্রদান করা হয়েছে।

সংগঠনের একাধিক সূত্রে জানা গেছে, ২০২২ সালে ১১ নভেম্বর নিয়ামতপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে হুমায়ুন কবিরকে সভাপতি ও রায়হান কবির রাজুকে সাধারণ সম্পাদক, জুয়েল রানাকে সহ-সভাপতি ও শাহজামালকে যুগ্ম সাধারণ সম্পাদক করে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নিয়ামতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ূন কবির তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, যেহেতু আমি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্রের ৩৪(গ)ধারা ভঙ্গ করেছি। তাই আমি নিজেই পদত্যাগ করলাম।

জেলা স্বেচ্ছাসেবকলীগ থেকে সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রায়হান কবির চৌধুরী রাজু। কেন করেছেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমাদের অভ্যন্তরীন বিষয়।