রাত ১০:২৮, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ







শরীয়তপুর বজ্রপাতে নিহত ৩

জাবেদ শেখ শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জে বজ্রপাতে সৌদিআরব প্রবাসীর মো. নাদিম মুন্সী (২৫) আনোয়ারা বেগম(৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সেই সাথে জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে ওমরউদ্দিন মাদবর কান্দি গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে সিফাত মোল্যা মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সাড়ে ১২ টার সময় ছয়গাঁও ইউনিয়নে ৬নং ওয়ার্ডর নাজিমপুর গ্রামের বড়ভাঙ্গা ব্রিজের সামনে প্রবাসী ও মহিষার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে উত্তর মহিষারের গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটে।

মহিষার ইউনিয়নের চেয়ারম্যান হাজী অরুন হাওলাদার ও ছয়গাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মাঝী মোহাম্মদ আবুল হোসেন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রবাসী নাদিম মুন্সী ওই গ্রামের রতন মুন্সীর ছেলে।   আকাশে বৃষ্টির ভাব দেখে জাহাঙ্গীর মোল্যা তার তিন ছেলে ও স্ত্রী কে নিয়ে বাড়ির পাশে  তাদের ক্ষেতে রসুন আনতে যান।   এ সময় প্রচন্ড বাতাস ও  বৃষ্টি শুরু হয় এবং হঠাৎ বজ্রপাত হলে সিফাত ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা সিফাতকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাকিল হার্টবিট ও পালস চেক করে  সিফাতকে মৃত ঘোষনা করেন।

বড়কান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার  আতাহার মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বজ্রপাতের সংবাদ পেয়ে জাজিরা  স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয় এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত সিফাতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।