রাত ১০:৫৮, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ







বান্দরবানে শুরু হচ্ছে তিনদিনব্যাপী শ্রীশ্রী গঙ্গাপূজা বারুণী স্নান কীর্ত্তন ও ধর্মসম্মিলন

অসীম রায়, বান্দরবান: আগামী ১৮ হইতে ১৯, ২০ মার্চ পযন্ত ১০ ম তম। শনি,রবি,ও সোমবার। আশীর্বাদ সংঘের আয়োজনে প্রতিবছরের মতো বান্দরবান সাঙ্গু নদীর তীরে বর্ণাঢ্য আয়োজনে এই গঙ্গা আরতি, হাজার প্রদীপ নিবেদন বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংকীর্ত্তন ধর্মসম্মিলন এবং নামসংকীর্ত্তন।

গঙ্গা মূর্তিস্বরূপ এক হিন্দু দেবী। হিন্দুধর্মে এই দেবী বিশেষ গুরুত্বপূর্ণ স্থানের অধিকারিণী। হিন্দুরা বিশ্বাস করেন গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ মুছে যায় এবং জীব মুক্তিলাভ করে। অনেকে আত্মীয়স্বজনের দেহাবশেষ বহু দূরদূরান্ত থেকে বয়ে এনে গঙ্গায় বিসর্জন দেন; তারা মনে করেন, এর ফলে মৃত ব্যক্তির আত্মা স্বর্গে গমন করেন। গঙ্গার তীরবর্তী বহু স্থান হিন্দু বিশ্বাস অনুযায়ী পবিত্র। এর মধ্যে রয়েছে , প্রভৃতি। উৎসবে পূণ্যার্থীরা নদীতে প্রদীপযুক্ত ছোটো ছোটো নৌকা ভাসিয়ে বুদ্ধ ও গঙ্গা দেবীকে শ্রদ্ধা জানান।

মহাপূণ্যানুষ্ঠান শ্রীশ্রী গঙ্গা পূজা ও বারুণী স্নান ১০ মার্চ — সন্ধ্যা ৬ ঘটিকায়, “”‘ বৃন্দা আরতি সন্ধ্যা ৭ ঘটিকায় মহানাম সংকীর্তনের শুভ অধিবাস রাত ৮ ঘটিকায় গঙ্গা মায়ের বোধন, ঊষালগ্নে- ভোর ৪ ঘটিকায় বারুণী স্নান শুভারম্ভ, সকাল ১০ ঘটিকায় দুপুরে মহাপ্রসাদ সন্ধ্যা – ৬ ঘটিকায় শ্রীশ্রী গঙ্গা মায়ের আরতি পূজা, রাত – ৮ টায় হাজার প্রদীপ নিবেদন, ধর্মসম্মিলন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদের সদস্য বাবু লক্ষী পদ, দাশ,রেডক্রিসেন্ট এর সম্পাদক অমল কান্তি দাশ,কমিশনার শেখর দাশ সহ সরকারী বেসরকারী কর্মকর্তা ও সনাতনী নেতৃবৃন্দ। আশীর্বাদ সংঘের- সভাপতি / সম্পাদক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছ।