সকাল ৯:৫৪, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







এশিয়া কাপের ফাইনালেও বৃষ্টির সম্ভাবনা

এশিয়া কাপের অধিকাংশ ম্যাচেই বৃষ্টি বাগড়া দিয়েছে। বৃষ্টির কারণে রিজার্ভ ডে’তে গড়িয়েছিল সুপার ফোরের পাকিস্তান বনাম ভারতের ম্যাচটি। রবিবার ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। এই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে এশিয়া কাপের ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। আজ বৃষ্টির জন্য খেলা শেষ না করা গেলে খেলা গড়াবে সোমবার। রিজার্ভ দিনের খেলা হবে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী।

সবরকমভাবে চেষ্টা করা হবে রবিবার খেলা শেষ করার। বৃষ্টিতে সময় নষ্ট হলে প্রয়োজনে ২০ ওভারের ম্যাচ করার চেষ্টা করা হবে। তা-ও না করা গেলে আসবে রিজার্ভ দিনের বিষয়টি। খেলা রিজার্ভ দিনে যাবে কি না, সে সিদ্ধান্ত নেবেন দুই আম্পায়ার এবং ম্যাচ রেফারি।

প্রথম দিন যদি এক বলও খেলা সম্ভব না হয়, তা হলে রিজার্ভ দিনে প্রথম থেকে শুরু হবে খেলা। না হলে রবিবার যতটা খেলা হবে, সোমবার সেই অবস্থা থেকে শুরু হবে বাকি খেলা। সোমবারও বৃষ্টি হলে ওভার কমিয়ে খেলা শেষ করার চেষ্টা করা হবে।