সকাল ১০:১৬, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







‘তত্ত্বাবধায়ক সরকার গঠন হলেই এই আন্দোলনের সমাপ্তি’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার গঠন করলেই এই আন্দোলনের সমাপ্তি হবে’।

আজ রবিবার তারুণ্যের রোডমার্চ কর্মসূচির দ্বিতীয় দিন বগুড়া এরোলীয় হাটখোলা মাঠে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের রোডমার্চের দ্বিতীয় দিনে বগুড়া থেকে রাজশাহী যাবে গাড়ি বহর।

রোডমার্চের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পথে কয়েকটি স্থানে পথসভায় বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব। ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন নেতাকর্মীরা।