গুঞ্জনটা অনেক দিন ধরেই চলছিল ক্রিকেটপাড়ায়। তবে এবার নিজেই সুখবরটা জানালেন লিটন দাস। প্রথমবারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের এ ওপেনিং ব্যাটার।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এই খবর লিটন নিজেই জানিয়েছেন।
ফেসবুক পোস্টে লিটন লেখেন, আজ সকাল ৯টা ২৭ মিনিটে আমরা একটি ছোট্ট রাজকন্যা পাওয়ার সৌভাগ্য অর্জন করেছি। মা-মেয়ে দুজনেই সুস্থ আছে। আমাদেরকে আপনাদের সু-বিবেচনায় রাখুন।
এর আগে, বিশ্বকাপের মাঝেই দুবার দেশে ফিরেছিলেন ওপেনার লিটন দাস। ওই সময় বিসিবির পক্ষ থেকে তার ছুটির কারণ হিসেবে পারিবারিক ইস্যুর কথা বলা হয়েছিল।
এদিকে চলতি মাসেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হবে টাইগাররা। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় এই সিরিজে অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছিলেন লিটনই। তবে ছুটি চেয়েছেন তিনি।
বিসিবির সূত্র মতে, স্ত্রীর পাশে থাকতে সিরিজের প্রথম টেস্টটি খেলতে চান না লিটন। প্রথম টেস্ট থেকে ছুটি চেয়েছেন উইকেটকিপার এই ব্যাটার।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার (নান্নু) ভাষ্য, সে (লিটন) চিঠি পাঠিয়েছে, তার পারিবারিক সমস্যার কথা বলেছে। আজকে আমরা বসে সিদ্ধান্ত নেব কি করব, না করব।
জানা গেছে, বিশ্বকাপের অধ্যায় চুকিয়ে আগামী ২১ নভেম্বর ঢাকায় পা রাখবে কিউইরা। আগামী ২৮ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে দুই দলের প্রথম টেস্ট।
এ ছাড়া সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে। এ সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।