রাত ১১:০০, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ







নেত্রকোনায় বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা

বিজয় দাস, নেত্রকোনা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নেত্রকোনায় এক আলোচনাসভা অনুষ্টিত হয়েছে।

আজ শনিবার বিকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাব হলরুমে বঙ্গবন্ধু পরিষদ নেত্রকোনা জেলা শাখা এ আলোচনা সভার আয়োজন করে। বঙ্গবন্ধু পরিষদ নেত্রকোনা জেলা শাখার সভাপতি ড.শওকত আকবর ফকিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আমিরুল ইসলাম।

বঙ্গবন্ধু পরিষদ নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার জহির লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো: ওয়ালিওল্লাহ, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার ড. মো, হুমায়ন কবির, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রকল্প ড.আমিনুর রহমান চৌধুরী,অতিরিক্ত পরিচালক সায়েদুর রহমান  রতনসহ আরো অনেকেই ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু পরিষদ একটি গবেষণামূলক প্রতিষ্ঠান। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও মুক্তিযুদ্ধে তাঁর অবদান সম্পর্কে জানাত হবে। এজন্য তাকে নিয়ে গবেষণাকে আরো জোরদার করতে হবে। নতুবা তরুণ প্রজন্ম জাতির জনকের ইতিহাস থেকে বঞ্চিত হবে।