সকাল ৯:৫৭, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







সেনাবাহিনীর সাথে কেএনএফ এর গুলি বিনীময় : আহত-১

অসীম রায়, বান্দরবান: বান্দরবানে চাঁদা আদায়কাল সেনাবাহিনী- কেএনএফ এর মধ্যে গুলি বিনীময়ের ঘটনা ঘটেছে। সেনা বাহিনীর গুলিতে বিচ্ছিন্নতাবাদি দল কুকি চিন আর্মি কেএনএ’র এক সদস্য আহত হয়েছে।

১৮ ই সেপ্টেম্বর সোমবার সকালে রুমা উপজেলা সদরের জাইঅং পাড়ায় এঘটনা ঘটে।
আহত কেএনএফ সদস্যের নাম বয় রাম বম(২৫)।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানায়, সোমবার রুমা বাজারের সাপ্তাহিক হাটের দিন। কেএনএফ সদস্যরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী সদস্যরা কেএনএফ সদস্যদের ধরতে অভিযান চালায়। এসময় সেনা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কেএনএফ সদস্যরা সেনা বাহনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে শুরু হয় দুপক্ষের মধ্যে গোলা গুলি।

পর্যায়ে কেএনএফ সদস্যরা পালিয়ে যায়। পরে সেনা বাহিনী পুরো এলাকা তল্লাশী চালিয়ে গুলি বদ্ধ অবস্থায় আহত কেএনএফ সদস্যকে ধৃত করে। তার কাছ থেকে একটি গাদা বন্ধু ও গুলি উদ্ধার করা হয়।

এঘটনা নিশ্চিত করেছেন রুমা থানার উপ-পরিদর্শক আলমগীর।
আহত কেএনএফ সদস্য বয় রাম বম রুমা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেথেল পাড়ার বাসিন্দা।