সকাল ৯:৫৮, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







কলারোয়ায় কীটনাশক পানে কিশোরীর আত্মহত্যা

নাজমুস সাকিব (নিশান) কলারোয়া প্রতিনিধি কলারোয়ায়( সাতক্ষীরা): কলারোয়ায় বাটরায় কীটনাশক পান করে সোহানা (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামে ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, বাটরা গ্রামের কবিরুল সরদার ও চম্পা বেগমের মেয়ে সোহানা রবিবার রাত সাড়ে ১১ টার দিকে অভিমান করে সকলের অজান্তে ঘরে রাখা কীটনাশক পান করে। বিষয়টি জানতে পেরে সোমবার রাত ১২ টার পর সোহানাকে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্ত্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। আত্মহননকারী সোহানা মাদারিপুরে নানুর( মামু) বাড়ির এক স্কুলের  ১০ ম শ্রেণীর ছাত্রী ছিলেন বলে জানা যায়।

এ ব্যাপারে কলারোয়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।