নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরির কারণে নেই। সহ অধিনায়ক লিটন কুমার দাস প্রথম সন্তানের বাবা হওয়ার পর ২ মাসের ছুটি চেয়েছেন। তাই শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ২ টেস্টের সিরিজে বাংলাদেশের অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে।
যদিও লিটনকে ১ মাসের ছুটি দেওয়া হয়েছে। বিষয়টি আজ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, লিটন দুই মাসের জন্য ছুটি চেয়েছে। আমরা এক মাসের ছুটি দিয়েছি। সামনের দুটি টেস্ট সে খেলবে না। সে পরিবারকে সময় দিতে চাচ্ছে। আমরা প্রথম টেস্টটা খেলতে বলেছিলাম। কিন্তু সে বারবার ছুটির জন্য বলছিল। তাই ছুটি দিয়েছি।
লিটন বিশ্বকাপ চলাকালীন দুই দফা ছুটি নিয়ে দেশে ফিরে এসেছিলেন সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে। বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়। তবে প্রথম দফায় ২ দিন ও দ্বিতীয় দফায় ১ দিন ছুটি কাটিয়েই আবার ভারতে গিয়ে দলের সঙ্গে যোগ দেন।
বিশ্বকাপ শেষে দেশে ফিরে আসার কয়েকদিনের মধ্যেই কন্যা সন্তানের বাবা হন লিটন। এরপরে স্ত্রী-সন্তানের পাশে থাকতে ছুটির আবেদন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে।
আর সাকিবও দেশে ফেরেন বিশ্বকাপের মাঝেই। এরপরে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার সময় বাঁ হাতের তর্জনীর ইনজুরিতে পড়েন এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ না খেলেই ছিটকে যান। সেজন্য তিনিও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারবেন না।
শান্ত ৩ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন ইতোমধ্যে বাংলাদেশে দলকে। এর মধ্যে বিশ্বকাপেই দিয়েছেন ২ বার। তবে এই প্রথম টেস্টের নেতৃত্বে আসছেন তিনি। দেশের ১৩তম টেস্ট অধিনায়ক হলেন শান্ত। যদিও সেটা আপাতত নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেই।