সকাল ৯:৪৫, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







পাহাড় ধসে দীঘিনালা-বাঘাইছড়ি সড়ক যোগাযোগ বন্ধ

ভারী বর্ষণে পাহাড়ের মাটি ধসে রাঙামাটির বাঘাইছড়ি ও সাজেকের সঙ্গে দিঘীনালার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে ভারী বৃষ্টিপাতের ফলে রাত ৯টার দিকে দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের শুকনাছড়ি এলাকায় মাটি ধসে পরলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাজেক ও বাঘাইছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

পাহাড় ধসের ঘটনায় কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।

তিনি জানান, সন্ধ্যা থেকে ভারী বর্ষণের কারণে রাত ৯টার দিকে পাহাড়ের মাটি ধসে পরে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মাটি সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা চলছে। আশা করছি সকালের মধ্যেই সড়ক স্বাভাবিক হবে, পর্যটকদের যাতায়াতে কোন সমস্যা হবে না।