সন্ধ্যা ৭:৫৭, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







২০ অক্টোবর শুরু সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে আবেদন

আগ্রহী প্রার্থীদের আগামী ২০ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত লিংক ব্যবহার করে আবেদন করতে বলা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব রেবেকা সুলতানার সাক্ষরিত নোটিশে এ আবেদন আহ্বান করা হয়েছে।

নোটিশে বলা হয়, ১৪ থেকে ১৬তম বিসিএস থেকে যারা অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন তাদের মধ্যে যারা অধ্যক্ষ-উপাধ্যক্ষ হতে আগ্রহী তারা আগামী ৩০ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের লিংক www.shed.gov.bd/www.dshe.gov.bd ব্যবহার করে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০২০ অনুযায়ী অনলাইনে বদলির আবেদন দাখিল করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে প্রেরিত আবেদন বিবেচনা করা হবে না।