বিকাশ চন্দ্র, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় এবার এক বিক্রয় প্রতিনিধি খুন হয়েছে। দূর্বত্তের ছুরিকাঘাতে মামুনুর রশিদ মামুন (৩৫) নামে প্রাণ কোম্পানির ওই বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার বক্তারপুর এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ মামুন সদর উপজেলার মাতাসাগর গ্রামের জুয়েল হোসেনের ছেলে। তবে কি কারণে, কারা তাকে হত্যা করেছে তা জানা যায় নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মামুনুর রশিদ মামুন একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি। প্রতিদিন সকালে ব্যাটারি চালিত অটোরিকশায় ফুড প্রডাক্ট (খাদ্য সামগ্রি) নিয়ে বিভিন্ন দোকানে বিতরণ করেন। ওইদিনই বিকেলে আবার দোকানগুলো থেকে জিনিসপত্রের মূল্য হিসেবে টাকা সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বক্তারপুর এলাকায় মোটরসাইকেল নিয়ে এসে দূর্বত্তরা পথরোধ করে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই করে চলে যায়। শরীরের বিভিন্ন স্থানে বিশেষ করে হাতে-পায়ে ও বুকে গুরুত্বর জখম ছিল। সাথে সাথেই স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়।
নওগাঁ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাকিব হাসান জানান, শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে বুকে ফুসফুসে গুরুত্বর আঘাতের কারণে মৃত্য হতে পারে। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান নিহতের বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসেছি। এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে জানার চেষ্টা করছি। এছাড়া ঘটনাটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।