যশোর প্রতিনিধি: যশোরে ট্রাকে অগ্নিসংযোগের সময় দুই নাশকতাকারীকে আটক করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।গত রোববার দিবাগত রাত ১১টার দিকে যশোর-মনিরামপুর মহাসড়কের রাজারহাট গাজী হোটেলের নিকট থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে যশোরের হামিদপুর গ্রামের জসিম মোল্লার ছেলে মাসুম বিল্লাহ (১৮) ও একই গ্রামের ইনসান আলী মোল্লার ছেলে রাজু আহম্মেদ (২৬)।
র্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন রাজারহাট এলাকায় নাশকতা করার প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদে আমরা রাত অনুমান ১০টা ৪০ মিনিটের দিকে একটি ট্রাক রাজারহাট সংলগ্ন গাজী হোটেলের একটু দূরে পার্কিং করে চালক খেতে যায়। এমন সময় একটি মোটরসাইকেলযোগে দুইজন যুবক এসে অগ্নিসংযোগের উদ্দেশ্যে পণ্যবাহী ট্রাকটিতে পেট্রোল ঢালতে থাকে। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া দিলে তারা পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়।
র্যাব কোম্পানি অধিনায়ক আরও জানান,এসময় তাদের নিকট থেকে এক বোতল পেট্রোল,একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।