দুপুর ১:৩৬, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ







শহীদদের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধার জন্য শহীদ মিনার উন্মুক্ত

অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষার জন্য শহীদ হওয়া সৈনিকদের শ্রদ্ধা জানিয়েছে জাতি।

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর স্পিকার ও প্রধান বিচারপতি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

করোনা মহামারীর কারণে গত দুই বছর বিধিনিষেধের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হলেও এবার সেই আগের অবস্থা নেই।

এর আগে সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার জন্য রুটম্যাপ কার্যকর করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সামাদ, অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, ও কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ শ্রদ্ধা নিবেদন করেন।