রাত ৯:২৫, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ







ঢাকা পৌঁছে যা বললেন হাথুরুসিংহে

সোমবার রাতে ঢাকা পৌঁছেছেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ সময় রাত ১০টা ২৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন টাইগারদের নতুন এই কোচ। আর ঢাকা পৌঁছেই হাথুরু জানালেন বাংলাদেশের মানুষকে পছন্দ করেন তিনি।

তিনি বলেন, ‘ফিরে আসতে পেরে আমি খুবই খুশি। আমি সবসময়ই বাংলাদেশের মানুষদের পছন্দ করি। এজন্যই এখানে আবার ফিরে এসেছি।’
এ নিয়েদ্বিতীয় দফায় বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন হাথুরুসিংহে।

এর আগে, ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সাকিব আল হাসানদের দায়িত্বে ছিলেন সাবেক লঙ্কান এই ক্রিকেটার। জানা গেছে, মঙ্গলবার বিসিবির সাথে একটি মিটিংয়ে বসবেন হাথুরু। এরপরই কাজ শুরু করবেন টাইগার ক্রিকেটারদের নিয়ে।