সকাল ৯:৪০, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







হঠাৎ মাহফুজকে নিয়ে চট্রগ্রামে বুবলি আসছে প্রহেলিকা

হঠাৎ নায়ক মাহফুজকে নিয়ে চট্টগ্রাম ঘুরে এলেন নায়িকা বুবলি। সাথে ছবির পরিচালক চয়নিকা চৌধুরী। গীতিকার আসিফ ইকবালসহ ৬ সদস্য ছিলেন এই টিমে। তারা চট্টগ্রামের সিনেমা হল পরিদর্শন ও দর্শকদের সাথে মত বিনিময় করেন। চট্টগ্রামের পর বুবলীসহ পুরো টিম দু’একদিনের মধ্যে সিলেটে আসার কথা।

চট্টগ্রাম ট্যুরে গেলে এয়ারপোর্টে স্বাগত জানান প্রহেলিকা সিনেমার প্রযোজক বিশিষ্ট গীতিকার কবি জামাল হোসেন ও প্রযোজনা সংস্থা রঙ্গন মিউজিক পরিবার। এসময় উপস্থিত ছিরৈন রঙ্গন মিউজি ‘র কবি শাওন পান্থ, শিল্পী সুবর্না রহমান, লায়ন সামিদুল হক, মডেল গুঞ্জন প্রমুখ।

আগ্রাবাদে হোটেল এমব্রশিয়ায় প্রহেলিকা টিমের সম্মানে আয়োজিত লাঞ্চ পার্টিতে মিডিয়া ব্যক্তিত্ব নাসরিন ইসলাম, দ্রুততম নারী রেহানা পারভিন প্রমূখ অংশগ্রহণ করেন। টিমটি চট্টগ্রাম সিলভার স্ক্রিনে দুটো শোতে দর্শকদের সাথে মত বিনিময় করেন।প্রহেলিকার টিমের সাক্ষাৎকার নেন চটবটগ্রামের প্রিন্ট ইরেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

এছাড়াও বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে চলচ্চিত্রের বর্তমান অবস্থান নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেন বিটিভি পিএম রোমানা শারমিন শাওন। এরপর গতকাল সকালে প্রহেলিকার টিমকে চট্টগ্রাম থেকে বিদায় জানানো হয়। চট্টগ্রামের পর পরই টিমটি সিলেট ট্যুরে যাবে বলে জানান প্রহেলিকার পরিচালক চয়নিকা চৌধুরী।