দুপুর ১:৪১, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ







১১’শ বছর আগের হিব্রু বাইবেল দেখতে ইসরায়েলিদের ভিড়

অধিক প্রাচীন পূর্ণাঙ্গ হিব্রু বাইবেল বিক্রির আগে ইসরায়েলের রাজধানী তেল আবিরে প্রদর্শন করা হয়েছে। ধারণা করা হচ্ছে ১ হাজার ১০০ বছর আগে মিশর অথবা লিভেন্টের লেখকের মাধ্যমে এটি লেখা হয়েছিল। খবর বিবিসি

২৪ টি আলাদা আলাদা হিব্রু বাইবেলকে এখানে লিপিবদ্ধ করা হয়েছে। শুধু তাই নয় এর ভাষা, ব্যাকরণ এবং উচ্চরণের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আগামী মে মাসে এটিকে নিউ ইয়র্কের সথবেতে নেওয়া হবে। যেখানে এর দাম উঠতে পারে ৩০ মিলিয়ন থেকে ৫০ মিলিয়ন ডলার।

হিব্রু ভাষার এই বাইবেল সবচেয়ে বেশি নিলামে বিক্রি হতে পারে বলে ধারনা করা হচ্ছে। বলা হচ্ছে দুই বছর আগে মার্কিন যুক্তেরাষ্ট্রের সংবিধানের একটি সংস্করণ ৪৩.২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। সেই দাম এবার অতিক্রম করতে পারে হিব্রু বাইবেল।

হিব্রু বাইবেলে ২৪টি বই রয়েছে যা তিনটি ভাগে বিভক্ত: পেন্টাটিউচ, প্রফেটস এবং রাইটিংস। খ্রিস্টানরা একে ওল্ড টেস্টামেন্ট হিসাবে উল্লেখ করে।

আলেপ্পো কোডেক্স যা ৯৩০ সালের দিকে একত্রিত হয়েছিল, সবচেয়ে প্রামাণিক ম্যাসোরেটিক পাঠ্য হিসাবে বিবেচিত হয়। যাইহোক ১৯৪৭সালে সিরিয়ার আলেপ্পো শহরের অগ্নিকাণ্ডের ফলে হিব্রু বাইবেলের ৪৮৭ পৃষ্ঠার মধ্যে ২৯৫ পৃষ্টা আজ টিকে আছে।

সথবেত জানিয়েছে, কোডেক্স স্যাসুন ৯০০ বছর আগে কার্বন কপি ছিল। বর্তমানে এর ১২টি পৃষ্টা পাওয়া যাচ্ছে না।

প্রাচীন পূর্ণাঙ্গ বাইবেল সবার জন্য উন্মক্ত করায় ১০ হাজার ইহুদি বাইবেলটি দেখতে আসে। সপ্তাহব্যাপী এর প্রদর্শনী করা হবে।